সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দাবী-দাওয়া নিয়ে সৃষ্ট ঘটনার জেরে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো: কাওসার হোসেন খাঁন। তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স কারখানায় সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

আশুলিয়া থানাধীন টংগাবাড়ী মন্ডল নীটওয়্যার এর শ্রমিকদের বাইপাইল- আবদুল্লাহপুর সড়কে অবস্থান গ্রহণ, যৌথ বাহিনীর গাড়ি ভাংচুর ও টিয়ার সেল রাবার বুলেট ফায়ার প্রসঙ্গে জানা যায়, আজ (সোমবার) বেলা সাড়ে ১১টা আশুলিয়ার টংগাবাড়ী এলাকার মন্ডল নীটওয়্যার লিঃ এর ৭ থেকে ৮’শো শ্রমিক অযৌক্তিক দাবিদাওয়া ও শ্রমিক নিখোঁজ এর মিথ্যা গুজব ছড়িয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে টংগাবাড়ি এলাকায় অবস্থান গ্রহণ করে। এসময় নাশকতা ও ভাংচুর ঠেকাতে পার্শ্ববর্তী ম্যাংগটেক্স গার্মেন্টস, ন্যাচারাল ডেনিম গার্মেন্টস ছুটি দেয় কর্তৃপক্ষ। এতে আব্দুল্লাহপুর- বাইপাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে উক্ত এলাকায় সেনা, র‍্যাব ও শিল্প পুলিশ দুপুর ১২টার দিকে রাস্তায় শ্রমিকদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চাইলে শ্রমিকরা উত্তেজিত হয়ে আর্মি ১২ লাঞ্চার এর ১টি জীপ, ২টি পিক আপ, র‍্যাবের ৪টি পিক-আপ গাড়ি ভাঙচুর করে। এসময় শিল্প পুলিশ, র‍্যাব ও আর্মি কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ফায়ার করে। এতে ৬ জন শ্রমিক রাবার বুলেট গুলিতে আহত হয়। এসময় গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। এনাম মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক কাউসার হোসাইন খানকে মৃত ঘোষণা করে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে উক্ত এলাকার সড়ক সংলগ্ন কিছু ফ্যাক্টরিতে ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলমান রয়েছে।

বার্তাবাজার/এস এইচ