বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টায় আশুলিয়া থানাধীন বুড়ীর বাজার এলাকায় অবস্হিত বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশনস লিঃ, বার্ডস গার্মেন্টস লিঃ, বার্ডস ফেডরেক্স লিঃ ও বার্ডস এ এন্ড জেড লিঃ এর শত শত শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া বাইপাইল এলাকায় অবস্হান গ্রহণ করে। ফলে উক্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত ২৮ আগষ্ট ২০২৪ তারিখ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২(৮) ধারা মোতাবেক উপরোক্ত ফ্যাক্টরি ৪টি লে-অফ ঘোষনা করলে শ্রমিকরা এর প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় সড়ক অবরোধ করে। পরে কল কারখানা অধিদপ্তর, শ্রমিক প্রতিনিধি, ফেডারেশন নেতৃবৃন্দ এবং মালিক পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে আজ (৩০ সেপ্টেম্বর) শ্রমিকদের পাওনাদি পরিশোধের সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় শ্রমিকরা পাওনাদির জন্য সকাল ৯টায় ফ্যাক্টরির সামনে এসে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ দেখতে পায়। এতে উত্তেজিত হয়ে শ্রমিকরা রাস্তায় চলে আসে।
ঘটনাস্থলে সেনা, র্যাব, এপিবিএন, শিল্প পুলিশের টহল অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এস এইচ