মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটায় জাবি শহীদ মিনারের সামনের রাস্তায় প্রতিবাদ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সমাবেশে বক্তারা হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন- কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার। তারা নির্বাচনের রাজনীতিতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও উল্লেখ করেন তারা।
তারা আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে হিন্দু সম্প্রদায় কটুক্তি করেই যাচ্ছে। ভারতের পুরোহিতদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এখতিয়ার নেই। আমরা তো অন্য কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করি না। তাই মহানবী (সা:) কে নিয়ে কটূক্তি করে যে কথা বলা হয়েছে, সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। রাসূল (সা:) কে কটুক্তির দরুণ ভারতকে চরম মূল্য দিতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।
বার্তাবাজার/এসএম