বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৭তম জন্মদিন। দিবসটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের আয়োজনে শেখ হাসিনার কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপের গণ প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জাবি শহীদ মিনার প্রাগণে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুনি হাসিনার বিচারের দাবি জানান।প্রতিযোগিতায় যারা কুশপুত্তলিকায় শেখ হাসিনার চেহারায় জুতা লাগাতে পেরেছেন, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের পক্ষ থেকে কোমল পানীয় মোজা উপহার দেওয়া হয়। উল্লেখ্য, একজন সর্বোচ্চ তিনটি করে জুতা নিক্ষেপের সুযোগ পেয়েছেন। এসময় উপস্থিত শিক্ষার্থীদের একজন জানান, পতিত স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা শিক্ষার্থীরা একটা ব্যঙ্গাত্মক আয়োজন করেছি। এর মাধ্যমে আসলে খুনি স্বৈরাচারের প্রতি জনগণের যে ঘৃণা সেই ঘৃণাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এটা আসলে একটা ব্যঙ্গাত্মক অনুষ্ঠান। এর মাধ্যমে ফ্যাসিজমের প্রতি মানুষের ঘৃণা ফুটে উঠেছে।

আরেক শিক্ষার্থী বার্তা বাজারকে জানান, আপনারা সবাই জানেন গত ১৭ বছরে শেখ হাসিনা আমাদের কতভাবে জ্বালিয়েছে, কিভাবে নিপীড়ন করেছে। আমরা তার ব্যাপারে টু-শব্দটি করলেও সে আমাদের নিপীড়ন করেছে, আমাদের অনেক ভাইকে হত্যা করেছে, অনেক বোনকে হত্যা করেছে, অনেক বাবা ছেলেহারা হয়েছেন। গত ৩৬ জুলাই (৫ আগস্ট) আমরা শেখ হাসিনাকে সরিয়ে আমাদের জনগণের সরকার নিয়ে এসেছি। আমরা জনগণ সফল হয়েছি এই স্বৈরাচারকে সরাতে। আজকে শেখ হাসিনার কথিত জন্মদিন। তাই আমরা তার জন্মদিনকে একটা স্বৈরাচারের জন্মদিন যেমন হওয়া উচিত সেভাবেই আমরা জন্মদিনটা পালন করছি। একটা ফ্যাসিস্ট একজন ফ্যাসিস্টকে এভাবেই জুতা মেরে গ্রহণ করা উচিৎ।

তিনি আরও বলেন, একই সাথে আমরা খুনির বিচার দাবি করছি। আজ প্রায় দেড় মাস পার হয়ে গেলো এই খুনির বিচার এখনও শুরু হয় নাই। আজ এই অনুষ্ঠান থেকে আমরা খুনি হাসিনা এবং তার সাথে আর যারা ছিল সকলের বিচার দাবি করছি। আমাদের প্রায় চৌদ্দ শতাধিক শহীদ হয়েছেন এবং বাইশ হাজার আহত হয়েছেনতাদের রক্তের সাথে আমরা বেঈমানী করতে পারিনা, এজন্য দ্রুত বিচার কার্য বাস্তবায়নের দাবি জানাই।

বার্তাবাজার/এস এইচ