কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশী রাইফেল, গুলি ও একটি চাপাতি সহ শহীদ (৩৭) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবী করেছে পরিবার ও স্থানীয়রা।

সে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মৌলভী ছৈয়দ আহমদের ছেলে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল নিজ বাড়ির থাকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ সিয়াম- উল-হক। তিনি জানান, মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে ডাকাত দলকে সর্বরাহের জন্য বাড়িতে অস্ত্র মজুদের গুপন সংবাদের ভিত্তিতে শহীদের বাড়িতে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় একটি সাদা বস্তায় মোড়ানো অবস্থায় ১টি G-3 রাইফেল, ৮ রাউন্ড তাজা গুলি ও ১ টি দেশীয় চাপাতি সহ তাকে আটক করা হয়।

জব্দকৃত অস্ত্র সহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।এদিকে, শহীদ আটকের পর তার পরিবার ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবী করেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে ষড়যন্ত্র দাবী করে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে লিখেছেন, শহীন একজন সাধারণ ব্যবসায়ী, দ্বীর্ঘ বছর ধরে সে ঘাট এলাকায় ব্যবসা করছেন। অতীতে তার কাছে অপরাধ মূলক কাজে জড়িত থাকার মতো আচরন দেখা যায়নি। এই ঘটনায় আমরা নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।

বার্তাবাজার/এস এইচ