শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেছেন শুধু আওয়ামীলীগের বিচার হবেনা, ৫ তারিখের পরে যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে ভাঙচুর লুট ও চাঁদাবাজি করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানান তিনি।

(২৭ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে নড়িয়া উপজেলার যুবদলের যুগ্ন-সাধারন সম্পাদক মতিউর রহমান সাগরের ছেলে আহত ছাত্রদল নেতা জাহিদকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যারা আমার সাথে সেলফি তুলে নিজেকে বিএনপি দাবি করে তাতে’ই প্রমাণিত হবে না সে বিএনপি করে। অনেক চোর ডাকাত ও আমার পাশে দাড়িয়ে ছবি তুলে তিনি থানায় গিয়ে বলতে পারে আমি ছাক্কা ইমানদার, এতে প্রমাণ করবে না যে তিনি নির্দোষ। যে যতটুকু অপরাধ করেছে সে ততটুকু শাস্তি পাবে। কোন অনুপ্রবেশকারীকে বিএনপিতে জায়গা দেয়া হবে না। যদি কোন নিরব মানুষ বিএনপিতে যোগ দিতে চায় তাহলে তাদের ৬ মাস অপেক্ষা করতে হবে বলে জানান এ নেতা। জেলার বিভিন্ন স্থরের নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্ব থাকলেও সেটা দ্বন্দ্ব হিসেবে মানতে নারাজ এ নেতা। তিনি বলেন তাদের ভিতরে রাজনীতির প্রতিযোগিতা আছে তবে রাজনীতির দ্বন্দ্ব নেই।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা, উপজেলার বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

বার্তাবাজার/এস এইচ