কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মোহাম্মদ তানজিম (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থা শিশুটির মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকালে অফিসের কাজে গাড়ি নিয়ে উখিয়া যাওয়ার পথে কাইম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে পথচারী মা ও ছেলে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান ‘বার্তা বাজার’কে বলেন, এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বার্তাবাজার/এস এইচ