নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সৌজন্য সাক্ষাতে ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। গতকাল বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
প্রধানমন্ত্রী শেহবাজ এসময় (উভয় দেশের) অভিন্ন বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে বলেও এসময় জোর দেন শেহবাজ।
অন্যদিকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার, ফেডারেল শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ মন্ত্রী ড. খালিদ মকবুল সিদ্দিকী এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বার্তাবাজার/এসএম