চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি ইফতেখার উদ্দিন।
তিনি বলেন, বুধবার দিবাগত রাত সোয়া একটার সময় বাকলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ নবাব খাঁ কলোনিসংলগ্ন স্লুইস গেইটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ির ভিতর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর মোড়ানো একটি 9 mm পিস্তল (TAURUS), ০২টি ম্যাগাজিন ও ১৬(ষোল) রাউন্ড গুলি উদ্ধার করে।
এ সংক্রান্তে বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।