দাপ্তরিক কাজে কুষ্টিয়ার খোকসা থানায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দৌলতপুর থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। এর আগে সেপ্টেম্বর মাসের ১২ তারিখে খোকসা থানা থেকে দৌলতপুর থানায় তিনি যোগদান করেন।

নিহত ওই এসআই মাগুড়া জেলার শ্রিপুর থানার আমলসার গ্রামের মৃত আনোয়ার হোসেন মোল্লার ছেলে। আজ বুধবার দুপুরে দাপ্তরিক কাজে খোকসা থানায় যাওয়ার পথে তিনি দূর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

জানাযায়, বুধবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর আলাউদ্দিন নগর এলাকায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশের ওই এসআইসহ ৮ জন আহত হয় । এ ঘটনায় ঘটনাস্থলে মনির হোসেন নামের এক যুবক নিহত হয়। পরে আশংকাজনক অবস্থায় পুলিশের ওই এসআইকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।