চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএসএমএমইউ কর্তৃপক্ষের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দিতে বাংলাদেশে আসেন চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিপ্তরের তত্ত্বাবধানে অংশ নেওয়া চীনের মেডিকেল টিমের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা, ছাত্র-জনতার আন্দোলনে আহত বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছাত্রসহ অন্যদের চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন।
এই প্রতিনিধি দলটি ইতোমধ্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।
বিশেষজ্ঞ মেডিকেল টিমে সাধারণ সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিকস, পুনর্বাসন, ক্রিটিক্যাল কেয়ার ও চক্ষু চিকিৎসায় বিশেষায়িত চিকিৎসক রয়েছেন।
বৈঠকে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসএম