জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকার কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কদমতলী গোলচত্ত্বর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন সাংবাদিক রানা আহমেদ, ফারুক আহমেদ, শামসুল ইসলাম সনেট, মজিবুর রহমান, মাসুম পারভেজ, ইমরুল কায়েস, সাঈদ ও আরিফ সম্রাটসহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সে ব‍্যাপারে হুশিয়ারি দেন তারা।

বার্তাবাজার/রাহা