কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প ও আইসিভিজিডি প্রকল্পের সংগীত শিক্ষিকাদের রাতযাপনের অনৈতিক প্রস্তাব ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনকে অনত্র বদলি করা হয়েছে।

ওই কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বেশ কয়েকটি নিউজ প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার। বুধবার (২৫ সেপ্টেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব তাসমিন ফারহানার স্বাক্ষরে এ আদেশ দেওয়া হয় এবং তাকে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় বদলি করা হয়।

আরও পড়ুনঃ 

শিক্ষিকাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ কর্মকর্তার রিরুদ্ধে
এর আগে গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা পেতে ঘুষ নেওয়া, আইসিভিজিডির ১৬৯০ জন থেকে ১৬০০ টাকা করে কেটে রেখে ২৮ লাখ টাকার দুর্নীতি, শিক্ষকদের ঠিকমত বেতন না দেওয়া, গভীর রাতে নারী শিক্ষিকাদের ফোন করে রাত্রিযাপনের কুপ্রস্তাব দেওয়াসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন ও শরীয়তপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবালের কাছে লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী শিক্ষক ও জেন্ডার প্রোমোটাররা।

বার্তাবাজার/এস এইচ