বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, ভারতের নরেন্দ মোদি সরকার স্বৈরাচারী সরকার, তাই সে আরেক স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়েছে।

তিনি আজ বুধবার(২৫ সেপ্টেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাশপুরে বন্যায় আর্থিক ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের নগদ অর্থ ও বন্যার্তদের ত্রান সামগ্রী বিতরন কালে এইসব কথা বলেন। তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে আগামীর রাস্ট্র সংস্কার হয়ে খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস,যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন রাজু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বার্তাবাজার/এস এইচ