সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘Pharmacists Meeting Global Health Needs’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফার্মেসী বিভাগের বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস- ২০২৪ পালিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে র‌্যালি ও কেক কাঁটার মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়ে কুইজ ও বিষয়ভিত্তিক বক্তব্য প্রতিযোগিতা এবং আলোচনা সভার মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

বাজার’স অ্যাপস ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ব্যাচ প্রতি ২ জন করে মোট ১২ জন অংশগ্রহন করে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১০০ পয়েন্ট ও প্রতিটি ভুল উত্তরের জন্য ৫০ পয়েন্ট বাদ যাওয়ার শর্তে ৫৫০ পয়েন্ট সংগ্রহ করে ৪৪তম ব্যাচ প্রথম, ৫০০ পয়েন্ট সংগ্রহ করে ৪৬ তম ব্যাচ দ্বিতীয় ও ৩৫০ পয়েন্টে ৪৫তম ব্যাচ তৃতীয় স্থান দখল করে। অন্যদিকে বক্তব্য প্রতিযোগিতায় ৪৭ তম ব্যাচের মুশফিকুর রহমান প্রথম, ৪১তম ব্যাচের সুমাইয়া আক্তার দ্বিতীয় ও ৪২ তম ব্যাচের মোস্তফা আহমেদ জিসান তৃতীয় স্থান লাভ করে।

আলোচনা সভায় ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোকলেছুর রহমান সরকার বলেন, ‘বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ সালে ২০জন শিক্ষার্থীদের নিয়ে ফার্মেসি শিক্ষার যাত্রা শুরু হয়। পরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি শিক্ষা শুরুর পেছনে অবদান রেখেছে ডা. জাফরুল্লাহ চৌধুরী। ২৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অবস্থান তৃতীয়। বাংলাদেশে প্রায় ২৬০টি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজে ফার্মাসিস্টরা ঈর্ষনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে থাইল্যান্ড, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এমনকি ইউএসএ তে রপ্তানী হয়। তবে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে হেলথ সিস্টেম ম্যানেজমেন্টে ফার্মাসিস্টদের অবদান রাখার সুযোগ নেই। যদিও কিছু কিছু বেসরকারী হাসপাতালে ফার্মাসিস্টদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আজকের এই বিশ্ব ফার্মাসিস্ট দিবসের অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাই সরকারী হাসপাতাল সমূহে ঔষদের সঠিক ব্যবহার নিশ্চিতে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মাসিস্ট অন্তর্ভুক্তির দাবি জানাই যার মাধ্যমে দেশের উল্লেখযোগ্য সংখ্যক যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা দেশের কল্যানে কাজ করতে চাই আমাদের সে সুযোগ সৃষ্টিতে কাজ করতে হবে।’ উল্লেখ্য, বিশ্বময় স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের বহুমাত্রিক অবদানের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষন করার প্রত্যয়ে বাংলাদেশে সর্বপ্রথম ২০১৪ সাল থেকে দিবসটি পালন করে আসছে গবির ফার্মেসি বিভাগ।

বার্তাবাজার/এস এইচ