পটুয়াখালীর কলাপাড়ায় একটি ক্লিনিক ও দুইটি ডায়াগনষ্টিক সেন্টার কে সিলগালা করেছে জেলা স্বাস্থ্যবিভাগ ও ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কলাপাড়ার দন্ত সেবা ক্লিনিক ও মহিপুরের পানামা এবং আশা ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করে দেয় জেলা স্বাস্থ্যবিভাগ ও ভ্রাম্যমান আদলত।
এসময় কলাপাড়া, মহিপুরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টর ঘুরে ঘুরে সকল কাগজপত্র যাচাই বাছাই করেন স্বাস্থ্য বিভাগের টিমের সদস্যরা।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ বলেন, ভূঁয়া ডাক্তার এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান অব্যহত থাকবে।
বার্তাবাজার/রাহা