টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫সেপ্টম্বর) ঘাটাইল থানার আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি)রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঘাটাইল উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অধীর চন্দ্র শাহা, সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত পৌর শাখার সাধারণ সম্পাদক জিতেন্দ্র আর্য্যসহ বক্তব্য রাখেন।

বার্তাবাজার/এস এইচ