শরীয়তপুরের জাজিরায় বালুর নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলার মোল্লাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে শিয়ালের আনাগোনা দেখে স্থানীয় লোকজন বুধবার দুপুরে খোঁজ নিতে গিয়ে স্থানীয় মোকলেস দেওয়ানের বাড়ির দক্ষিণ পাশে বালু দিয়ে ভরাট করা স্থানে একটি মানুষের অর্ধগলিত হাত বের হয়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর এ ঘটনায় নিহতের পরিচয় সনাক্তে কাজ শুরু করে পুলিশ।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।


বার্তাবাজার/এস এইচ