কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিককে কেন্দ্র করে কলেজ ছাত্র রাব্বি(১৯) হত্যা মালার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে র‌্যাব- ১২ কুষ্টিয়া ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি মহিলা মাদ্রাসা পাড়া এলাকার সোয়ায়েব বিশ্বাস(২৩), মাহি বিশ্বাস(৩২), মিদুল মন্ডল(১৯), রিদয় মন্ডল(২৫) ও তানহা মন্ডল(২০)। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব ১২ কুষ্টিয়ার স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ 

দৌলতপুরে পিকনিকে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

নিহত নিরব হোসেন রাব্বি, সোনাইকুন্ডি গ্রামের মসলেম আলীর ছেলে সে স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। ৩০ আগষ্ট দুষ্কৃতিকারীদের অস্ত্রের আঘাতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় রাব্বি। পরে ১৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা ৫ সেপ্টেম্বর থানায় একটি মামলা করে ।

বার্তাবাজার/এস এইচ