দেশের বিভিন্ন এলাকায় মাজার ভাঙার ঘটনায় এবং মাজারের নিরাপত্তায় কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, ধর্ম সচিব, সংস্কৃতি সচিব, আইজিপি ও ওয়াকফ প্রশাসনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
সেইসঙ্গে মাজার ভাঙায় জড়িতদের আইনের আওতায় আনতে সরকারকে রিটকারীর দেওয়া আগের আবেদনটি দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তৌফিক সাজাওয়ার পার্থ। সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী শাহ আলম অভি।
আইনজীবীরা জানিয়েছেন, দেশের সব মাজারের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারকে নির্দেশনা দিতে রুল দিয়েছেন হাইকোর্ট।
বার্তাবাজার/এসএম