পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে এবার তিনটি স্থায়ী ও নয়টি অস্থায়ী পশুর হাট বসবে।

মঙ্গলবার (২০ জুন) বিষয়টি জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে ২৩টি পশুর হাট বসাবার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবরে চিঠি দিয়েছিলাম। জেলা প্রশাসক মহোদয় ৯টি হাট বসানোর অনুমতি দিয়েছেন। অনুমতি প্রদানের পর আমরা টেন্ডার আহ্বান, ইজারাদার নিয়োগসহ পেন্ডেল তৈরিসহ যাবতীয় প্রক্রিয়ার মাধ্যমে বাজার তৈরির প্রস্তুতি শুরু করি। ১৮ জুন পর্যন্ত ৮টি বাজারের ইজারাদার নিয়োগ সম্পন্ন হয়ছে।

পশ্চিম ষোলশহরের ওয়ার্ড কাউন্সিলর বলেন, বিবিরহাট গরুর বাজারের পর পরে তিনবার আহ্বানের পর কেও টেন্ডার গ্রহণ না করায় সিটি কর্পোরেশনের নিজ উদ্যোগে বিবিরহাট বাজার পরিচালনা করবে।

চসিক পরিচালিত নগরীর স্থায়ী পশুর হাট সাগরিকা গরুর হাট, বিবিরহাট গরুর হাট, পোস্তারপাড় ছাগলের হাট ছাড়া যে সমস্ত এলাকায় অস্থায়ী পশুর হাট বসবে সেগুলো হলো- ১/ ৪০ নং ওয়ার্ডের খেজুরতলা বেড়িবাঁধ সংলগ্ন খালি মাঠ, ২/ পূর্ব হোসেন আহম্মদ পাড়া সাইলো রোডের পাশে টিএসপি মাঠ, ৩/ মুসলিমাবাদ টিকে গ্রুপের খালি মাঠ, ৪/ মুসলিমাবাদ সিআইপি জসিমের খালি মাঠ, ৫/ ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কর্ণফুলী পশুর হাট (নুর নগর হাউজিং এস্টেট), ৬/ ৪১ নং দক্ষিণ পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রুপের খালি মাঠ, ৭/ ২৬ নং ওয়ার্ডের বড়পোল সংলগ্ন গোডাউনের পরিত্যক্ত মাঠ, ৮/ ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের ওয়াজেদিয়া মোড়, ৯/ ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সিডিএ বালুর মাঠ।

বার্তাবাজার/রাহা