ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি (২৬), পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। আফ্রিদিকে র্যাব-৯ এর একটি দল জেলা শহরের কাজিপাড়া এলাকা থেকে আটক করে ও বাকি দুজনকে সদর থানা পুলিশ আটক করে।
আরও পড়ুনঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আফ্রিদি আটক
পুলিশ জানায়, ওই তিনজনের বিরুদ্ধে নাশকতা মামলাা রয়েছে। গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এস এইচ