বাংলাদেশ সরকারের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সফলতা আনায়নে শেড উখিয়া এপি “বাল্যবিবাহ নিরোধে” বিশদ পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে উখিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এ্যাক্সটেশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) কতৃক জালিয়া পালংকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে।

এই উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশেে অর্থায়নে ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর বাস্তবায়নে জালিয়া পালং ইউনিয়ন পরিষদ, ভিডিসি, শিশু ও যুব ফোরামের আয়োজনে জালিয়া পালং ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

জালিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন কক্সবাজার এসিও লাইভলিহুড স্পেশালিস্ট সুভাশিষ চাকমা, ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এস আই মো: শাহজাহান, মেম্বার কামাল হোসেন দূর্জয়, মেম্বার মাওলানা জালাল উদ্দীন, মেম্বার জাগির হোসেন, মাস্টার এখলাছুর রহমান। এনজিও শেড-এর প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ও সমাজ গঠনের জন্য ঘোষণাপত্র স্বাক্ষর ও শপথ নামা পাঠ করা হয়। পরে জালিয়া পালং ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত বোর্ড হস্তান্তর করা হয়।

এনজিও শেড-এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম জানান, বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, লিফলেট বিতরণ, পথ নাটক, উঠান বৈঠক ও বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোর- কিশোরীদের নিয়ে বিভিন্ন ভাবে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বাল্যবিবাহ জাতি ও রাষ্ট্রের জন্য একটি অভিশাপ, বাল্যবিবাহের ফলে শিশু ও মায়েদের অপুষ্টি দেখা দেয়। শিশুদের সুন্দর একটি ভবিষ্যত নষ্ট হয়ে যায়। একারনে আজকে জালিয়া পালং ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হচ্ছে। শুধু এ ইউনিয়নকে নয়, আগামী দিনে উপজেলার সবগুলো ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই উখিয়া উপজেলা হোক বাল্যবিবাহ মুক্ত একটি উপজেলা।