কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপজেলায় বজ্রপা‌তে কাজলী আক্তার এবং জামাল উদ্দিন না‌মে দু’ জন নিহত হয়েছে। মঙ্গলবার ২৪ সে‌প্টেম্বর বি‌কেলে দি‌কে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত সা‌হে‌বের আলগা ইউনিয়‌নে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মঙ্গলবার বি‌কে‌লে বৃ‌ষ্টি আসার আগে ওই ইউনিয়‌নের হ‌কের চ‌রের আব্দুল কা‌দেরের কন্যা কাজলী আক্তার(১০) চর থে‌কে গরু আন‌তে যায়। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তে কাজলী আক্তার ও তা‌দের গরু‌টি মারা যায়। এছাড়াও একই ইউনিয়নের চর জাহা‌জের আলগা চ‌রের ও‌মেদ আলীর ছে‌লে গরু নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে জামাল উদ্দিন (৫০) না‌মে এক কৃষ‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সা‌হে‌বের আলগা ইউপি চেয়ারম‌্যান মোজাফ্ফর হো‌সেন মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ওই শিশুটি মারা গেছে । কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে জামাল উদ্দিন নামে একজন মারা গেছে কি না জানিনা বিষয়টি আমি আপনার কাছে শুনলাম আমি খোজ নিচ্ছি।


বার্তাবাজার/এস এইচ