ফরিদপুরের আলফাডাঙ্গায় আকষ্মিক অগ্নিকাণ্ডে দুইটি দিনমজুর পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সর্বস্বান্ত অসহায় পরিবার দু’টির আর্তনাদে পুরো এলাকা শোকে স্তব্ধ। মঙ্গলবার বিকালে উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা পূর্বপাড়া এলাকায় নান্নু শেখ ও বাবলু শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু শেখের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দাউদাউ করে আগুনের লেলিহান শিখা তার চাচাতো ভাই নান্নু শেখের বসতঘরে ছড়িয়ে পড়ে। নিমিষেই দুইটি পরিবারের মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, তৈজসপত্র, ফসল, নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত নান্নু শেখ জানান, তিনি কৃষিকাজ করে জীবিকানির্বাহ করেন। আগুনে তার ঘরে থাকা পাঁচ মণ ধান, আনুমানিক ২০ মণ পাটসহ সবকিছু পু্ড়ে ছাই হয়ে গেছে। কান্নাজড়িত কন্ঠে নান্নু শেখ বলেন, ‘আমার আর কিছুই রইলো না রাতে ঘুমাবো সেই জায়গাটুকু পর্যন্ত শেষ হয়ে গেছে।’
অপর ক্ষতিগ্রস্ত বাবলু শেখ জানান, তিনি কৃষিকাজ করেন৷ পাশাপাশি অটোভ্যান চালিয়ে সংসার চালান। আগুনে অটোভ্যান, ঘরে থাকা লক্ষাধিক টাকা মূল্যের পেঁয়াজের দানা ও আনুমানিক ২০ মণ পেঁয়াজ পুড়ে গেছে। বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া জানান, কৃষি কাজ করে পরিবার দুইটি জীবিকা নির্বাহ করে। আগুনে সবকিছু পুড়ে একদম নিঃস্ব হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে পরিবারটির অনেক সময় লাগবে। সরকারি ভাবে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে সরকারি ভাবে সহায়তা করার চেষ্টা করা হবে।
বার্তাবাজার/এস এইচ