ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের কাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। আসামিকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বার্তাবাজার/এস এইচ