জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে শেষবারের মতো ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণে নিজের ক্যারিয়ারসহ বিভিন্ন বৈশ্বিক সমস্যা ও বৈশ্বিক রাজনীতি নিয়ে কথা বলেছেন তিনি।

কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ার, স্নায়ুযুদ্ধ, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধের কথা তুলে ধরে নিজের বক্তব্যের সূচনা করেন বাইডেন।

তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারে আমি যা দেখেছি এবং কয়েক দশক ধরে আমরা একসাথে যা করেছি- তার প্রেক্ষিতে বলতে পারি ‘আমি আশাবাদী’। ভিয়েতনামের সঙ্গে মার্কিন সম্পর্কের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বাইডেন বলেন, পুতিনের যুদ্ধ ব্যর্থ হয়েছে। এবার বিশ্বকে বেছে নিতে হবে যে, বিশ্ববাসী ইউক্রেনকে সমর্থন করবে না কি এই আগ্রাসন চালানোর পক্ষে থাকবে।

ইসরায়েল-হামাস ইস্যুতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে কাজ যুক্তরাষ্ট্র কাজ করছে উল্লেখ করে বাইডেন বলেন, তবে আমাদের ৭ অক্টোবরের বর্বরতার কথা ভুলে গেলেও চলবে না। তিনি আরও বলেন, এখন সময় এসেছে যুদ্ধবিরতির শর্তাবলী চূড়ান্ত করার, জিম্মিদের ফিরিয়ে আনার এবং হামাসের কবল থেকে মুক্ত হয়ে ইসরায়েল ও গাজার নিরাপত্তা নিশ্চিত করার।

লেবানন-ইসরায়েল ইস্যুতে বাইডেন বলেন, এই দ্বন্দ্ব যুদ্ধ ডেকে আনলে ফলাফলে কোনো পক্ষেরই বিশেষ স্বার্থ নেই।

নিজের প্রেসিডেন্ট পদে প্রার্থীতা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ভুলে গেলে চলবে না, ক্ষমতায় থাকার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু আছে। আর তা হচ্ছে, আমার জনগণ।

এসব ছাড়াও জলবায়ু, জাতিসংঘ পুনর্গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

নেলসন ম্যান্ডেলার একটি উদ্ধৃতি দিয়ে ভাষণ শেষ করেছেন বাইডেন। উদ্ধৃতিটি হলো- কোনো কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত সেই কাজ অসম্ভব মনে হয়। এরপর তিনি বলেন, একসঙ্গে কাজ করলে আমাদের সামর্থ্যের বাইরে কিছুই নেই। চলুন একসঙ্গে কাজ করি।