রাস্তার কাজে ব্যপক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) দুপরের দিকে পশ্চিম ইলিশার সাধারণ জনগণের পক্ষে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা নূরে আলম ফয়েজীর স্বাক্ষরিত অভিযোগ পত্রটি প্রায় ১৫/২০ জনের একটি টিম ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান এর কাছে দাখিল করেন।
অভিযোগ পত্রে উল্লেখ্য করেন,ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার (বিশ্বরোড) থেকে চর পাঙ্গাশিয়া, চর জাংগালিয়া, সদুরচর, শেলটেক সেরামিকস ফ্যাক্টরী এবং কলঘাট হয়ে ভোলা পৌরসভার ভদ্রপোল পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, নির্মাণ ও সংস্কার কার্যক্রম ঠিকাদারী প্রতিষ্ঠান শুরু হয়েছে। গত দুবছর পূর্বে রাস্তার একাধিকবার নির্মাণ ও সংস্কার কাজ হয়েছে। উক্ত কাজের কোনো সুফল জনগণ পায়নি। পূর্বের কাজের নিম্নমানের নির্মাণ সামগ্রী ও ব্যাপক দুর্নীতির কারণে রাস্তা নির্মাণের কিছুদিন পরেই চলাচল অনুপযোগী হয়ে পরতো। বর্তমান রাস্তার নির্মাণ কাজটি যাতে সঠিক হয় এবং এর সুফল যাতে জনগণ পায়, এজন্য উর্ধতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে রাস্তার নির্মাণ কাজ সঠিক রাখার জন্য অনুরোধ জানান তারা৷
তারা লিখিত অভিযোগে আরো অভিযোগ করেন, রাস্তার উভয় পাশে সমানভাবে প্রশস্তকরনের নির্দেশনা থাকলেও সুবিধাজনক পাশে প্রশস্তকরনের কাজ করছে। এই রাস্তা দিয়ে বিভিন্ন ইট ভাটার ইট, বালি, শেলটেক সিরামিক ফ্যাক্টরির টাইলস পরিবহনের কাজে বড় ডিস্ট্রিক্ট ট্রাক এবং ২৫ থেকে ৩০ টন ওজনের কার্ভাড ভ্যান বিভিন্ন জেলায় নিয়মিত যাতায়াত করে। নির্মাণাধীন রাস্তার উভয় পাশে খাল এবং পুকুর থাকা সত্ত্বেও রাস্তা সংরক্ষণের জন্য স্থায়ী কোনো নিরাপত্তা পাইলিং করা হচ্ছে না। রাস্তার বর্ধিত অংশ নির্মাণে সরকারের অর্থ অপচয় এবং জনস্বার্থ পরিপন্থী কাজ করা হচ্ছে। নির্মাণ প্রকল্পে রাস্তার উভয় পাশে বর্ধিত অংশে গাছের গোড়া ও গাছ উত্তোলন না করে কাজ করা হচ্ছে। নির্মাণাধীন বর্ধিত অংশের উভয় পাশে ইটের পরিবর্তে ইট ভাটার নিম্নমানের রাবিশ (পঁচা ইট) ব্যবহার করা হচ্ছে।
পুরানো রাস্তার উভয় পাশে সমানভাবে বৃদ্ধি না করার কারনে, রাস্তা আঁকাবাকা হয়ে যাচ্ছে। উক্ত বিষয়গুলোর প্রতি নজর দেওয়ার দাবি জানান।
এসময় জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স৷ অভিযোগের আলোকে তাৎক্ষণিক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে৷
বার্তাবাজার/এজেড