খুলনার কয়রায় ‘পরকীয়া প্রেমের’ জেরে আবু সাঈদ মোড়ল (৬০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। ‘আত্মহত্যার’ কারণও একটি কাগজে লিখে যান তিনি।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি আম গাছ থেকে আবু সাঈদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার খেওনা গ্রামের মৃত চিনি মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ মোড়লের সঙ্গে প্রতিবেশী এক নারীর (৩২) দীর্ঘ দিন ধরে ‘পরকীয়া প্রেম’ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়। কিছু দিন আগে সাঈদ মোড়লকে ছেড়ে অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি জানতে পেরে খুব কষ্ট পান আবু সাঈদ। কষ্ট সইতে না পেরে বাড়ির পাশে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম লিটন বলেন, আবু সাঈদ একাধিকবার বিয়ে করেছেন। এরপরও প্রতিবেশী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যা গ্রামের অধিকাংশ মানুষ জানতেন। ওই নারী সাইদ মোড়লকে ছেড়ে আরেক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে শোনা যাচ্ছিল। সেই দুঃখে হয়তো তিনি গলায় ফাঁস দিয়েছেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আবু সাঈদের জামার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তিনি ‘আত্মহত্যার’ কারণ হিসেবে প্রেমিকার অন্যত্র সম্পর্কের কথা লিখে গেছেন। সেই অভিমানে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।
বার্তাবাজার/এসএম