গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া সোনাতলায় মাধ্যমিক শিক্ষাকর্মকর্তার নিকট একটি স্বারকলিপি পেশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহ নেতৃবৃন্দ।

তারা স্বারকলিপিতে ৩টি দাবী উল্লেখ করেন। দাবী ৩টি মধ্যে রয়েছে-

১। মাধ্যমিক স্তরের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদ্রাসা) জাতীয়করণ।
২। সরকারী স্কুলের সিনিয়র শিক্ষকদের উপজেলা ও জেলা শিক্ষা অফিসে পদায়ন।
৩। শিক্ষা সংস্কার কমিশন গঠন ।

পরে তারা মাধ্যমিক কর্মকর্তার মাধ্যেমে যথাযথ কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, বয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম।

অপরদিকে বেলা সাড়ে ৩টায় সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্ময় পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ কার্যলয়ের সামনে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের উন্নতি করার দাবীতে মানববন্ধন করেন। পরে দশম গ্রেড বাস্তবায়ন কমিটির আহব্বায়ক সলিম উদ্দিন, সিনিয়র আহব্বায়ক মোহাম্মাদ বাদশা মিয়া, যুগ্ম আহব্বায়ক মোকছেদ আলী, রোস্তম আলী, সিদ্দিকুর রহমান, ওলিউল্লাহ, আয়েশা সিদ্দীকা সহ শিক্ষকদের স্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের নিকট প্রদান করেন।