সিলেট জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর শেখঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রেদওয়ান আহমদ বাপ্পী সিলেট মহানগরের শেখঘাট এলাকার মৃত মো. শহিদ উল্লাহর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনে করা একটি মামলায় বাপ্পী আসামি ছিলেন। তিনি পলাতক থাকলেও অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মশিহুর রহমান আরও বলেন, পলাতক অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ও গ্রেপ্তার অভিযান আরও জোরদার করা হবে।
বার্তাবাজার/এসএম