কুড়িগ্রামে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মাহফুজুর রহমান। আজ মঙ্গলবার( ২৪ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোঃ মাহফুজুর রহমান।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কুড়িগ্রামের সদ্য বিদায়ী পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।পরে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এস এইচ