গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে বাড়ির উঠানে ফেলে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছে আহতের বড় ভাই আক্তারুজ্জামান সরকার। তবে পনেরো দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার হয়নি।
মামলার এজাহারে উল্লেখ করা আসামীরা হলেন- ১। আমিনুল ইসলাম (৩৫), ২। শাহীন কামাল (৪৪), ৩। রায়হান (৩০), ৪। জামাল উদ্দিন সরকার (৬৩), ৫। আফছার উদ্দিন (৬৮), ৬। পলি আক্তার (৩৫), ৭। রেহেনা (৬০), ৮। রাবেয়া (৫২), ৯। মোঃ ইব্রাহীম সরকার (৪২), ১০। সৈকত সরকার (২৫)। এর আগে, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রোকুনুজ্জামান সরকার (৪৮), খিলপাড়া গ্রামের শামসুল হক সরকারের ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দিনে-দুপুরে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে। শুধু তাই নয় মামলার এক আসামির পক্ষের লোকজন থানায় এসে আরেকটি পাল্টা মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধে।
হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, মারামারির ঘটনায় পাল্টা মামলা হতে পারে। সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে আসামিদের শীঘ্রই গ্রেফতার করা হবে।
বার্তাবাজার/এস এইচ