পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে মারতে তেড়ে গেছেন কিছু যুবক। এক পর্যায়ে সাবেক এই এমপিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন তারা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। নিয়মিত আদালত শুরু হওয়ার আগে সকাল সাড়ে ৭টার দিকে ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হন। এ সময় কয়েকজন যুবক ফজলে করিমকে বহনকারী প্রিজন ভ্যানে পুলিশি বাধা উপেক্ষা করে তাকে মারতে উদ্যত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের নিচ থেকে সরাসরি আদালতে নিয়ে যাওয়ার পথে হট্টগোল শুরু করেন কিছু যুবক। তাদের কারো কারো হাতে ছিল ‘ফজলে করিমের ফাঁসি চাই’ লেখা ব্যানার—পোস্টারও। এক পর্যায়ে পুলিশের বাধা অতিক্রম করেই আদালত ভবনে ঢুকে পড়েন ১০/১২ জন যুবক। তারা ফজলে করিমকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালান। পুলিশকে ধাক্কা মেরে ফজলে করিম চৌধুরীর ওপর হামলা করতে দৌড়ে পুলিশের প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান তারা। কিন্তু পুলিশের বাধায় তারা পিছু হটেন। এ নিয়ে আদালত চত্বরে হট্টগোল লেগে যায়।

এর আগে এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে ভোর ৬টা থেকে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ পাঁচ মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে রাউজান থানার একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। একই সঙ্গে ফজলে করিমের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চিকিৎসা এবং কারা বিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন।

চট্টগ্রাম জেলা কোট পরিদর্শক জাকির হোসেন বলেন, রাউজান থানায় মুনিরিয়া যুব তাবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের ঘটনায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে জেলা গোয়ন্দা পুলিশ। একই সঙ্গে আরেক মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

নগর পুলিশের উপকমিশনার প্রসিকিউশন এ এ এম হুমায়ুন কবির বলেন, নগরের পাঁচলাইশ ও চকবাজার থানার দুই মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখান। পাঁচলাইশের মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের এবং চকবাজার থানার মামলাটি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক নুরুল আলম হত্যা মামলা।

একই এজলাসে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর চান্দগাঁও থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইমন হত্যা মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। তিনটি মামলায় জামিনের আবেদন করা হলে আদালত শুনানির জন্য পরবর্তী সময়ে দিন ধার্য করেন। শুনানিতে ফজলে করিম চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন রেজাউল করিম চৌধুরী, এ এইচ এম জিয়াউদ্দিন, ফজলে করিমের স্ত্রী ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ, রুবেল পাল প্রমুখ।

এবিএম ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম—৬ আসনে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। গত ৫ আগস্ট ছাত্র—জনতার অভ্যূত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন ফজলে করিম চৌধুরী।

 

বার্তাবাজার/এসএম