ইউরোপীয় ইউনিয়ন (ইউ)-এর ৬ জন সংসদ সদস্যের দেওয়া বিবৃতির সমালোচনা করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আওয়ামী লীগ বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। যে কারণে ওই বিবৃতি সঠিক নয়। এখন সংখ্যালঘুরা শাস্তিতে ধর্ম পালন করতে পারছে। বরং বিএনপি ক্ষমতায় আসলে দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। যে কারণে অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

সোমবার (১৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য প্রস্তাবিত সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্যানেল স্পিকার আ স ম ফিরোজের সভাপতিত্বে অধিবেশনে তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। নানামুখী অপপ্রচারে লিপ্ত হয়েছে। এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমরা সকলে মিলে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বলে উল্লেখ করেন সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, করোনাকালে এ দেশে কেউ না খেয়ে মারা যায়নি। একটি দল বলেছিল করোনায় না খেয়ে লাখ লাখ মানুষ মারা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এদেশে খাদ্য সংকটও হয়নি। করোনাকালে এ দেশে কেউ না খেয়ে মারাও যায়নি।

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, গত একদশক ধরে দেশে যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে, তা যে কোনো মূল্যে অব্যাহত রাখতে হবে। একবার এই উন্নয়নের অগ্রযাত্রায় ছন্দপতন ঘটলে তাতে গতি ফেরানো দুরূহ হবে। ফলে আগামী ২০৩০ সাল নাগাদ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশের কাতারে পৌঁছার যে লক্ষ্যমাত্রা, তা ব্যাহত হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করেছেন, যা সমসাময়িক বিশ্বে আর কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নেই। একমাত্র দৃঢ়চেতা ও ভিশনারি নেতৃত্বের গুণেই এটা সম্ভব হয়েছে। আর আগামী বছরের জন্য প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব হলেও দেশের অর্থনীতি অনেকদূর এগিয়ে যাবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণের পথে এবারের বাজেটকে স্মার্ট বাজেট বলে আমি মনে করি।