ময়মনসিংহের ফুলপুরে ১৬৬ বস্তা জিরাসহ দুজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
এর আগে,সোমবার মধ্যরাতে পৌর শহরের গোলচত্বর এলাকা থেকে এসআই সবুজ মিয়ার নেতৃত্বে টহলরত পুলিশ জিরাভর্তি একটি ট্রাকসহ তাদের আটক করে।আটক ব্যক্তিরা হলেন:হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া এলাকার মিলন মিয়ার ছেলে ইমন মিয়া একি উপজেলার আকনপাড়া এলাকার মনছুর আলীর ছেলে মমিন মিয়া।
বিষয়টি নিশ্চিত করে বার্তাবাজারকে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদি। শহরের গোলচত্বরে তল্লাশি চেকপোস্টে জিরাভর্তি একটি ট্রাক সহ দুজনকে আটক করা হয়।আটক জিরার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।
বার্তাবাজার/এস এইচ