র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে বহন করা ২০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম-এর নেতৃত্বে, গোয়েন্দা শাখার সহযোগিতায় এ অভিযান চালানো হয় রাত ০১:৪০ টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামার চর নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে। গ্রেফতার হওয়া আসামির নাম মোঃ মাহিত (২০), পিতা: মৃত নূরুনবী, জেলা: কুষ্টিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাহিত দীর্ঘদিন ধরে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।অভিযানে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন এবং ১,৫১৭/- টাকা নগদ উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


বার্তাবাজার/এস এইচ