কিশোরগঞ্জের কটিয়াদীতে পিএফজির উদ্যোগে সহিংসতা নয় ঐক্যের বাংলাদেশ চাই এ শ্লোগানকে সামনে রেখে সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর পিস অ্যাম্বাসেডর জয়নাল আবেদীন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। পিএফজির অ্যাম্বাসেডর মোজাম্মেল হক এর সঞ্চালনায় সহিংসতা পরিহার করে সুখী সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ময়মনসিংহ অঞ্চলের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুজ্জামান মামুন, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, যুগ্ম-আহবায়ক সৈয়দ মুরছালিন দারাশিকো, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, পৌর বিএনপি’র সভাপতি মোঃ আশরাফুল হক (দাদন), উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধ্রুব রঞ্জন দাস, বৈষম্যবিরোধী ছাত্রনেতা দিদার শাহ ।
এছাড়াও মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারি, রাজনীতিবিদ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এস এইচ