নওগাঁর ধামইরহাটে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, প্রধান শিক্ষক মো. মুকুল হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সুপারিন্টেন্ডেন্ট মো. নজরুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বার্তাবাজার/এস এইচ