গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার কৃষকেরা ব্যাপক ক্ষয়-ক্ষতির মুখে পড়েছেন। টানা ত্রিশ মিনিটের প্রচন্ড ঝড়ে বিঘার পর বিঘা কলা বাগান নুয়ে পড়েছে। ভেঙে পড়েছে খেতের পেঁপে গাছ। গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং মুহূর্তেই বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড ঝড়।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা তাদের ক্ষতিগ্রস্ত ফসলের অবশিষ্টাংশ রক্ষার জন্য কাজ শুরু করছেন। পরিবারের সদস্যদের নিয়ে জমিতে কাজ করছেন তারা। শ্রীপুরের মাওনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ফুলানিরসীট গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, আমি ১৫ বিঘা জমি লিজ নিয়ে ব্যাংক থেকে লোন তোলে কলার বাগান করেছি। গত রাতের ঝড়ে ৮ বিঘা জমির প্রায় ২২শ কলাসহ গাছ ভেঙে গেছে। এতে আমার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় কৃষক কাজল মিয়া জানান, আমার ২ বিঘা জমিতে ১২শ কলার গাছ ছিল। ঝড়ে ২শ কলা গাছের মুচি কলা সহ ভেঙে গেছে। এতে অনেক ক্ষতি হয়েছে।
একই গ্রামের কৃষক মিয়া হোসেন জানান, ৩ বিঘা জমিতে কলার বাগান করেছিলাম। রাতে আচমকা ঝড়ে আমার বাগানের প্রায় ২শ গাছ ভেঙে গেছে। পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের সাইফুল ইসলাম বলেন, ঝড়ে আমার সব শেষ করে দিয়ে গেছে। গাছ-পালা ভাঙ্গে গেছে। আমার ১০ কাঠা আখের পুরোটাই ভেঙে পড়ে গেছে। আখ পড়ে গেলে দাম পাওয়া যায়না। গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান বার্তা বাজারকে বলেন, ‘আমাকে শ্রীপুরের কৃষি অফিসার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট পাঠিয়েছেন। বেশিরভাগ কলা ও পেঁপে বাগানের ক্ষতি হয়েছে। আমি শ্রীপুরের উদ্দেশ্য ইতিমধ্যে রওনা হয়েছি। স্পটগুলো পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’
বার্তাবাজার/এস এইচ