ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় কুমিল্লা’র মোঃ জহিরুল ইসলাম (৪৫) নামে এক চিন্হিত সন্ত্রাসী আটক হয়েছে। সোমবার(২৩ সেপ্টেম্বর) রাতে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সুলতানপু ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়,রবিবার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুতারমোড়া এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে মোঃ জহিরুল ইসলাম ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় কাজিয়াতলি বিওপি’র টহল দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম বিভ্রান্তীমূলক মিথ্যা তথ্য দেয়।পরে খবর নিয়ে জানা যায় জহিরুল ইসলাম আওয়ামী লীগ সমর্থিত কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই ও কুমিল্লা’র একজন চিন্হিত সন্ত্রাসী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দমাতে সক্রিয় ভূমিকা পালন করেন। আটক জহিরুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিভিন্ন ধারায় ৪ টি মামলা রয়েছে।

বার্তাবাজার/এস এইচ