গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহতের জেরে উজান-ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছলে অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত ও অজ্ঞাত একজন আহত হয়। পরে বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সড়কে যান চলাচল বন্ধ থাকার পর চালু হয়েছে, তবে ধীর গতি রয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

এবিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসিকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

বার্তাবাজার/এস এইচ