চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রাক ঢুকে পড়েছে রেস্টুরেন্টে। এই ঘাটনায় নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার নতুন ব্রীজের দক্ষিন দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক নিউ মার্কেটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে রাস্তার ধারে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এসময় কয়েকটি সিএনজি ও মোটর সাইকেল দুমড়ে মুছড়ে যায় এবং পথাচারী ও সিএনজির চালক এবং যাত্রী সহ কয়েকজন ট্রাকে চাপাপড়ে। ঘটনা স্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক দোকানে ঢুকে পড়ে। বেশ কিছু লোকজন আহত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক ট্রাক চালক পালিয়েগেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম ‘বার্তা বাজার’কে বলেন, এই ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকী ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে রিপোর্ট লিখা পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/এস এইচ