চট্টগ্রামে কদমতলী রওশন মসজিদ যুব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৪ ইংরেজি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানান বার্তাবাজারের চট্টগ্রাম প্রতিনিধি হুমায়ুন চৌধুরী।

তিনি বলেন, কদমতলী এলাকার যুব সমাজের সমন্বয়ে গঠিত কমদতলী রওশন মসজিদ যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। সোমবার বাদে এশা রওশন মসজিদের পেশ ইমাম ও খতিব ইসমাইল হানাফির বক্তব্য ও আলোচনার মাধ্যমে রওশন মসজিদে অনুষ্ঠিত হয় এক আজিমুশশান মিলাদ ও দোয়া মাহফিল। এরপর মঙ্গলবার তবরুক বিতরণের উদ্দেশ্যে কদমতলী আলমগীর বানিজ্য বিতানের সামনে জবাই করা হয় বিশালাকৃতির ৩টি মহিষ। রাতভর মাংস কাটা ও রান্নাবান্না শেষে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় তবরুক বিতরণের কার্যক্রম। যেখানে দুইশত দুস্থদের মাঝে বিনামূল্যে তবারক বিতরণেরও ব্যবস্থা করা হয়।

নিরলস কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে কমদতলী রওশন মসজিদ যুব কমিটির কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান সুন্দর সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে যারা কাজ করেছেন তারা হলেন, সমন্বয়ক- মোঃ হাসান, ইকবাল খাঁন, আনোয়ার হোসেন, মোঃ জসিম, মোক্তার আলম, মোঃ মাহবুব আলম, হুমায়ুন চৌধুরী, কামরুল ইসলাম, মোঃ সেলিম, বাপ্পি, আফজাল আহমেদ প্রমুখ।

বার্তাবাজার/এস এইচ