ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ভারতীয় ৩৪ লক্ষ টাকা মূল্যের ১৭ টি মহিষ আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা। সোমবার ২৩ সেপ্টেম্বর উপজেলার চান্দরা এলাকায় থেকে ভারতীয় এসব মহিষ আটক করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ২৫ বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয় , গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ বিজিবি সদস্যরা। অভিযান কালে একটি ট্রাক বুঝাই ১৭ টি ভারতীয় মহিষ আটক করে।
আটককৃত ভারতীয় ১৭ টি মহিষ আখাউড়া কাস্টমস অফিসে জমা করা পর সে মহিষগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এদিকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বার্তাবাজার/এস এইচ