গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকায় একটি কলোনিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট। সোমবার ( ২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মৌচাক আমবাগান এলাকার একটি কলোনিতে আগুন লাগে। আগুন লাগার পরপরই স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এরপর ফায়ার সার্ভিসের খবর দিলে কালিয়াকৈরে ২টি ও ডিবিএল ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ওই কলোনিতে বিভিন্ন শিল্পকারখানা শ্রমিকরা ভাড়া থাকেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বার্তা বাজারকে বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।