ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের টিকিটসহ মোঃ মুরাদ মিয়া (৩৫) নামের এক টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আখাউড়া চৌকির সদস্যরা। রোববার রাতে পৌর-শহরের সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত টিকিট কালোবাজারী মোঃ মুরাদ মিয়া, আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের মৃত নূর মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস দুটি ট্রেনের আসন বিশিষ্ট ৮টি টিকেট এবং টিকেট বিক্রির নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয়। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আখাউড়া চৌকির অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আবু সুফিয়ান ভূঁইয়া বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৗর-শহরের সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চের সামনে কয়েকজন টিকেট কালোবাজারী বিভিন্ন আন্তঃ নগর ট্রেনের টিকেট নির্ধারিত দামের চেয়ে অধিক দামে ট্রেন যাত্রীদের নিকট বিক্রি করছে। পরে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানালে পর নির্দেশক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা জন্য আমি সঙ্গীয় ফোর্স ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রদের সহায়তায় মুক্তমঞ্চের সামনে অভিযান চালায়।

অভিযানে মুরাদ মিয়াকে আটক করা হলেও তার সঙ্গে থাকা ৩/৪জন কালোবাজারী পালিয়ে যায়। পরে আসামীকে তল্লাসী করে আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস ৭৪১ ও ৭৪২ নং ট্রেনের আসন বিশিষ্ট ৮ টি টিকেট এবং টিকেট বিক্রির নগদ ১হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) আসামিসহ উদ্ধারকৃত টিকেট ও নগদ অর্থ আখাউড়া থানায় হস্তান্ত করা হয়।


বার্তাবাজার/এস এইচ