বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের গ্রেফতারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ’ বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভ মিছিলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে ঢাকা-আরিচা মহাসড়কে এসে রাস্তা অবরোধ করেন।
এসময় বক্তারা আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ করার আহবান জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনারা যদি মনে করেন আমরা ঘরে ঢুকে গেছি তবে ভুল করছেন আপনারা। আমাদের গণঅভ্যুত্থান এখনো শেষ হয় নাই, আমরা এখনো মাঠে আছি। আপনারা কোনো তালবাহানা করবেন না। আমরা পরিস্কার জানিয়ে দিতে চাই, আমাদের দাবী যদি অতি সত্বর মেনে না নেওয়া হয়, আমরা কঠিন থেকে কঠিনতম কর্মসূচির দিকে ধাবিত হবো। দরকার হলে আবার রক্ত ঝরাবো। ‘
বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক ২০ মিনিটের মতো অবরোধ করে রেখে পরে শিক্ষার্থীরা চলে যায়।
বার্তাবাজার/এস এইচ