কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা দুই গ্রুপের গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। সে রোহিঙ্গা সলিডারিটিস অর্গানাইজেশন (আরএসও) সদস্য বলে জানিয়েছে ক্যাম্পে অবস্থারত রোহিঙ্গারা।

নিহত যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর ব্লক এফ/১৪ সিরাজ হোসেনের ছেলে ইমান হোসেন (১৮) বলে নিশ্চিত করেছে পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার (১৯ জুন) সকাল ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েষ্টে এ /,১৪ ও ১৫ ব্লকে রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে ২০/২৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ইমান হোসেন (১৮) নামের রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আইএমও হাসপাতালে নেওয়া হলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/রাআ