ঢাকার সাভারের আশুলিয়ায় পাওনা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল রোববার থেকে অসন্তোষ শুরু হয়েছে শিল্পাঞ্চলটিতে। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত ওসি আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। শিল্প পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি কারখানায় অসন্তোষের জেরে গতকাল রোববার অন্তত ১৯টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আজ সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের দুই পাশের অধিকাংশ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

এ ব্যাপারে, আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম গণমাধ্যমকে জানান, আজ (সোমবার) কতগুলো গার্মেন্টস বন্ধ আছে এর সঠিক তথ্য এখনও আসেনি। তালিকা পেলে জানানো হবে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমরা প্রায় ৫-৬ হাজার শ্রমিক চরম অসহায় ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন পার করছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের পাওনা পরিশোধের আশ্বাস দেয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। তাই আজ বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে বিক্ষোভ করছি। এখন প্রশাসনের লোক এসে বলছে আমরা সড়ক ছেড়ে না দিলে তারা কঠোর হতে বাধ্য হবে। তাহলে আমরা এখন যাব কোথায়?

বার্তাবাজার/এস এইচ